পুতিন বরখাস্ত করার কয়েক ঘণ্টা পর রুশ মন্ত্রীর ‘আত্মহত্যা’

রাশিয়ার সাবেক যোগাযোগমন্ত্রী রোমান স্তারোভোয়িতের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার রাজধানী মস্কোর উপকণ্ঠে একটি গাড়ির ভেতর তাঁর মরদেহ পাওয়া যায়। এর কয়েক ঘণ্টা আগে স্তারোভোয়িতকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার তদন্ত কর্মকর্তা বলছেন, সাবেক মন্ত্রী আত্মহত্যা করেছেন।

রোমান স্তারোভোয়িতের বয়স হয়েছিল ৫৩ বছর। ২০২৪ সালের মে মাস থেকে তিনি যোগাযোগমন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি রাশিয়া-ইউক্রেন সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলের গভর্নর ছিলেন। রাশিয়ার এই অঞ্চলের বেশ কিছুটা অংশ দখল করে নিয়েছিল ইউক্রেন। সম্প্রতি সেখানে ইউক্রেনের সেনাদের সঙ্গে রুশ সেনাদের তীব্র লড়াই হয়েছে।

রাশিয়ার ইনভেস্টিগেটিভ কমিটি এক বিবৃতিতে বলেছে, আজ ওদিন্তোসোভো এলাকায় নিজের প্রাইভেট কারের ভেতর সাবেক যোগাযোগমন্ত্রী রোমান স্তারোভোয়িতের মরদেহ পাওয়া গেছে। তাঁর শরীরে গুলির আঘাতের চিহ্ন ছিল। তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। স্তারোভোয়িত আত্মহত্যা করেছেন বলে উল্লেখ করেছে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ও বার্তা সংস্থাগুলোও।

মরদেহ উদ্ধারের কয়েক ঘণ্টা আগে ক্রেমলিন থেকে পুতিনের সই করা একটি আদেশ জারি করা হয়। তাতে রোমান স্তারোভোয়িতকে মন্ত্রীর দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার কথা জানানো হয়। রুশ গণমাধ্যমের খবরে বলা হয়েছে, স্তারোভোয়িতকে সরিয়ে দেওয়ার সঙ্গে কুরস্ক অঞ্চলে দুর্নীতি এবং সীমান্ত অঞ্চল সুরক্ষিত করার তহবিল তছরুপের একটি সম্ভাব্য মামলার যোগসূত্র থাকতে পারে।

তবে এই বরখাস্তের সঙ্গে ‘আস্থাহীনতার’কোনো সম্পর্ক নেই বলে উল্লেখ করেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। আর বরখাস্তের পর রোমান স্তারোভোয়িতের অধীনে উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা আন্দ্রেই নিকিতিনের সঙ্গে বৈঠক করেছেন পুতিন। তাঁকে ভারপ্রাপ্ত যোগাযোগমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সুগন্ধি কীভাবে ভালো ঘুম এনে দেয়, বিজ্ঞান কী বলে

বাইরে বের হওয়ার আগে সুগন্ধি অনেকের বেলায়ই অপরিহার্য বিষয়। তবে সুগন্ধি কেবল দৈনন্দিন সাজসজ্জার অনুষঙ্গ হিসেবেই সীমাবদ্ধ নেই, ব্যবহৃত হচ্ছে মানসিক প্রশান্তি আর ঘুমের সহায়ক হিসেবেও।

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘বেডটাইম রুটিন’ বিষয়টি অনেক দিন ধরেই জনপ্রিয়। ঘুমাতে যাওয়ার আগে ত্বক, চুল ও শরীরের যত্ন নিয়ে নিয়মিত কনটেন্ট তৈরি করেন ইনফ্লুয়েন্সাররা। এ ক্ষেত্রে বেশ কিছুদিন ধরে বিভিন্ন উপাদানের সঙ্গে যুক্ত হয়েছে সুগন্ধি।

অনেক ইনফ্লুয়েন্সারই দাবি করেছেন, সুগন্ধি ব্যবহারের ফলে তাঁদের ঘুম যেমন ভালো হচ্ছে, তেমনই বেড়েছে ঘুমের পরিমাণও। তবে এটা শুধু ইনফ্লুয়েন্সারদের দাবি নয়, এর পেছনে আছে বিজ্ঞানভিত্তিক প্রমাণও।

বিজ্ঞান কী বলে

বিশেষজ্ঞদের মতে, গন্ধ আমাদের মস্তিষ্কের লিম্বিক সিস্টেমকে সরাসরি প্রভাবিত করে। এই লিম্বিক সিস্টেমের সঙ্গে আমাদের আবেগ, স্মৃতি এমনকি ঘুমের চক্র সরাসরি যুক্ত। আমরা যখন কোনো ঘ্রাণ নিই, আমাদের মস্তিষ্ক দ্রুত সেই ঘ্রাণকে সরাসরি অনুভূতি বা স্মৃতির সঙ্গে যুক্ত করার চেষ্টা করে। যে কারণে কিছু ঘ্রাণ আমাদের মস্তিষ্ককে শান্ত করে, কিছু ঘ্রাণ মস্তিষ্ককে খুশি করে তোলে। আর মস্তিষ্ক যত বেশি শান্ত ও খুশি থাকবে, ঘুমের জন্য তত বেশি ভালো।

সুগন্ধি যে শুধু ঘুমের জন্যই ভালো, তা কিন্তু নয়, সুগন্ধির সঙ্গে জড়িয়ে আছে আমাদের সব ধরনের অনুভূতি। ভালো লাগা, খারাপ লাগা—প্রতিটি অনুভূতির সঙ্গে গন্ধের সরাসরি যোগাযোগ আছে। যে কারণে দেখা যায়, পছন্দের মানুষ কিংবা পরিচিত মানুষের ব্যবহার করা সুগন্ধি নাকে এলে সঙ্গে সঙ্গে মন ভালো হয়ে যায়। তেমনই কিছু কিছু ঘ্রাণ আছে, যা মন ও শরীরকে শান্ত করতে সহায়তা করে। এর মধ্যে আছে ল্যাভেন্ডার, চন্দন কাঠ, জেসমিনের সুগন্ধ।

পারফিউম ব্র্যান্ড ‘ইডিনাই’ কিছুদিন আগে এক গবেষণা চালিয়েছিল এ ব্যাপারে। সেখানে ব্যবহার করেছিল তাদের তৈরি ডি-স্ট্রেস পারফিউমগুলো। গবেষণায় দেখা গেছে, কিছু সুগন্ধ শরীর ও মনকে যেমন শান্ত করে, তেমনই আবেগ–অনুভূতির ওপরও প্রভাব ফেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজে চাকরি

২. পদের নাম: নিরাপত্তাকর্মী
পদসংখ্যা: ১
যোগ্যতা: জেএসসি/জেডিসি/সমমান পাস
বয়স: ২৭ জুলাই তারিখে অনূর্ধ্ব ৩৫ বছর (সমপদের ইনডেক্সধারীদের জন্য বয়স সীমা শিথিলযোগ্য)।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড ২০)

৩. পদের নাম: আয়া
পদসংখ্যা: ১
যোগ্যতা: জেএসসি/জেডিসি/সমমান পাস
বয়স: ২৭ জুলাই তারিখে অনূর্ধ্ব ৩৫ বছর (সমপদের ইনডেক্সধারীদের জন্য বয়স সীমা শিথিলযোগ্য)।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড ২০)

অন্যান্য সুবিধা
প্রতিষ্ঠানের নিজস্ব বিধি মোতাবেক বাড়িভাড়া, চিকিৎসা ভাতা, নগর ভাতা, উৎসব ভাতা, বিশেষ ভাতা এবং চাকরি স্থায়ীকরণ সাপেক্ষে পিএফ, গ্র্যাচুইটি ও অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

যেভাবে আবেদন

প্রার্থীকে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন ফরম প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে পাওয়া যাবে। আবেদনের সময় প্রার্থীর প্রয়োজনীয় তথ্যসহ রঙিন ছবি ও স্বাক্ষরের স্ক্যানকপি নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। অনলাইনে আবেদনের পর আবেদনপত্রের অনলাইন কপিসহ সব শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতার সনদ (প্রযোজ্য ক্ষেত্রে), জাতীয় পরিচয়পত্র ও সংশ্লিষ্ট কাগজপত্রের সত্যায়িত ফটোকপি এবং দুই কপি রঙিন ছবি আগামী ৩ আগস্টের মধ্যে সরাসরি/ডাকযোগে অত্র প্রতিষ্ঠানে পৌঁছাতে হবে।

আবেদন ফি

আবেদন ফি অনলাইন চার্জবাদে ১ নম্বর পদের জন্য ৩০০ টাকা এবং ২ ও ৩ নম্বর পদের জন্য ১০০ টাকা বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে হবে।

আবেদনের সময়সীমা

২৭ জুলাই পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

লারার রেকর্ড ভাঙার চেষ্টা না করেই কেন ইনিংস ঘোষণা, জানালেন মুল্ডার

‘প্রশ্নটা আমাকে করতেই হবে…’ দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়ার পর শন পোলকের কণ্ঠে অবধারিত সেই জিজ্ঞাসা—আপনার সামনে ব্রায়ান লারার চার শ রান ছাড়িয়ে টেস্ট ইতিহাসের সর্বোচ্চ ইনিংসের মালিক হওয়ার সুযোগ ছিল, তবুও মধ্যাহ্নভোজের বিরতিতে ৩৬৭ রানে অপরাজিত থাকার সময় কেন ইনিংস ঘোষণা করে দিলেন?  

উইয়ান মুল্ডার এরপর দিলেন সেই উত্তর, যার জন্য অপেক্ষা ক্রিকেট দুনিয়ার সবার, ‘প্রথম কথাটা শুরুতে বলি—আমার মনে হয়েছে নতুন বল নেওয়ার জন্য যথেষ্ট রান আছে।’ প্রথম কথা মানে অবশ্যই দ্বিতীয় কোনো কারণও আছে। এক ইনিংসে টেস্টে সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙার সুযোগ তো আর বারবার আসে না। তা জানেন মুল্ডারও। তিনিই ছিলেন অধিনায়ক, তাই রেকর্ড গড়ার সব সুযোগই ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ন্যাশনাল ব্যাংকে নতুন এমডি আদিল চৌধুরী

আদিল চৌধুরী, এমডি, ন্যাশনাল ব্যাংক

ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দায়িত্ব নিয়েছেন আদিল চৌধুরী। আজ সোমবার তিনি আনুষ্ঠানিকভাবে নতুন এ দায়িত্বে যোগ দেন। ব্যাংকটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দেশীয় ও আন্তর্জাতিক ব্যাংকিং অঙ্গনে আদিল চৌধুরীর অভিজ্ঞতা ২৫ বছরের বেশি সময়ের। ন্যাশনাল ব্যাংকে যোগদানের আগে আদিল চৌধুরী ব্যাংক এশিয়ার এমডি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর নেতৃত্বে ব্যাংকটি রেকর্ড পরিমাণ মুনাফা অর্জন করে। এ ছাড়া পরিচালন দক্ষতা বৃদ্ধি, সুশাসন জোরদার এবং সমস্যাগ্রস্ত সম্পদ পুনরুদ্ধারের ক্ষেত্রে তাঁর ভূমিকা ব্যাংক এশিয়াকে ২০২২ সালের শেষে দেশের দ্বিতীয় সর্বোচ্চ লাভজনক ব্যাংকে পরিণত করেছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাবে কী আছে, এটা কি গাজায় যুদ্ধ থামাতে পারবে

গাজায় যুদ্ধবিরতির প্রসঙ্গটি কিছুদিন ধরে আবারও জোরালোভাবে সামনে এসেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে বলেছেন, ইসরায়েল ৬০ দিনের যুদ্ধবিরতির শর্তে রাজি হয়েছে এবং আলোচকেরা স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের পথ বের করতে আলোচনায় বসতে পারেন।

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস বলেছে, তারা মধ্যস্থতাকারীদের ইতিবাচক সাড়া দিয়েছে। তবে এ ক্ষেত্রে কিছু সংশোধনী আনার প্রস্তাব দিয়েছে তারা। আর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হামাসের কিছু দাবি ‘অগ্রহণযোগ্য’। তবে এরপরও তিনি কাতারের রাজধানী দোহায় আলোচনার জন্য প্রতিনিধিদের পাঠিয়েছেন।

আজ সোমবার ওয়াশিংটন ডিসিতে ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর সাক্ষাৎ করার কথা আছে। বিভিন্ন স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ট্রাম্প চাইছেন যেন একটি চুক্তি হয়।

গত শনিবার সাংবাদিকদের ট্রাম্প বলেন, আগামী সপ্তাহেই গাজার ব্যাপারে একটি চুক্তি হতে পারে।

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, হামাস পাল্টা কী প্রস্তাব দিয়েছে, সে ব্যাপারে এখনো পুরোপুরি জানেন না। তবে তাদের সাড়া দেওয়ার বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রাউজানে যুবদল নেতাকে গুলি করে পাহাড়ি পথে পালিয়ে যান বোরকা পরা সন্ত্রাসীরা

একজনের হাতে অগ্নেয়াস্ত্র। আরও চার পাঁচজন বোরকা পরা একটি অটোরিকশা থেকে এদিক–ওদিক হাঁটাহাটি করে আবার আরেকটি অটোরিকশায় উঠছে। মুখে সবারই মুখোশ পরা। পরে তাঁরা দ্রুত চলে যান পাহাড়ি পথে। চট্টগ্রামের রাউজানে যুবদল নেতাকে গুলি করে হত্যার পর এভাবেই চলে যেতে দেখা যায় সন্ত্রাসীদের। পাশের একটি বাড়ির সিসিটিভি ক্যামেরা ফুটেজে এই দৃশ্য ধরা পড়েছে।

গতকাল রোববার দুপুরের দিকে আত্মীয়ের জানাজার নামাজ পড়া শেষে বাড়ি ফেরার পথে উপজেলার কদলপুর ইউনিয়নের ইশান ভট্টের হাটে গুলি করে হত্যা করা হয় যুবদল নেতা মুহাম্মদ সেলিমকে। তিনি কদলপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শমসেরপাড়া গ্রামের আমির হোসেনের ছেলে। তাঁর পঞ্চম  শ্রেণিপড়ুয়া এক ছেলে ও ১৮ মাস বয়সী এক মেয়ে রয়েছে। সেলিম বালুর ব্যবসা এবং মুরগি খামারি ছিলেন। দলীয় সূত্রে জানা গেছে, সেলিম ২০২২ সালে গঠিত কমিটিতে ইউনিয়ন যুবদলের সদস্যসচিব ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কারিগরি শিক্ষার্থীরাই নতুন বাংলাদেশ গড়ার সামনের সারির কারিগর: শিক্ষা উপদেষ্টা

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার গোকুলদাশের বাগ এলাকায় জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা এস এস সি ভোকেশনাল স্কুল অ্যান্ড বি এম কলেজে অনুষ্ঠানে অংশ নিয়ে বক্তব্য দেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার। সোমবার দুপুরে
ছবি: প্রথম আলো

কারিগরি শিক্ষার্থীরাই নতুন বাংলাদেশ গড়ার সামনের সারির কারিগর হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার)। তিনি জুলাই মাসকে গর্বের মাস আখ্যা দিয়ে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই শহীদদের স্মরণে আলাদাভাবে অনুষ্ঠান করার আহ্বান জানান।

আজ সোমবার দুপুরে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার গোকুলদাশের বাগ এলাকায় জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা এস এস সি ভোকেশনাল স্কুল অ্যান্ড বি এম কলেজে একটি অনুষ্ঠানে এ মন্তব্য করেন শিক্ষা উপদেষ্টা। তিনি বলেন, ‘বিগত সময় আমাদের কথা বলার অধিকার ছিল না। আমাদেরকে প্রজা বানিয়ে রাখা হয়েছিল। আমাদের শিক্ষার্থীরা জুলাই আন্দোলনের মধ্য দিয়ে এ ব্যবস্থা থেকে মুক্ত করেছে এবং নতুন বাংলাদেশের সূচনা ঘটিয়েছে।’

https://501f11a86168390ad705b596569c7314.safeframe.googlesyndication.com/safeframe/1-0-45/html/container.html

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রাজশাহীতে বিএনপির আহ্বায়ক কমিটিকে ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে বাতিলের দাবি

রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক কমিটিকে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে তা বাতিলের দাবি জানিয়েছেন দলের একাংশের নেতা-কর্মীরা। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নগরের সাহেববাজার জিরো পয়েন্টে আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়েছে।

‘মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন, রাজশাহী’র ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়েছে। এতে মহানগর বিএনপির চারটি থানার সাবেক কমিটির নেতারা নেতৃত্ব দেন। আওয়ামী লীগের দোসরদের বাদ দিয়ে পরীক্ষিত, ত্যাগী নেতা-কর্মীদের দিয়ে নতুন করে রাজশাহী মহানগর, থানা ও ওয়ার্ড কমিটি গঠনের দাবি জানান তাঁরা।
অংশগ্রহণকারী বিএনপি নেতারা বলছেন, এটি রাজশাহী মহানগরের বিএনপি রক্ষার আন্দোলন। এর আগে সবশেষ গত ২৫ মে একই কর্মসূচি পালন করেন এই একাংশের নেতা-কর্মীরা। এ ছাড়া একই দাবিতে ৩ মে বিক্ষোভ সমাবেশ ও ১১ মে তাঁরা সংবাদ সম্মেলন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিএনপির ওয়ার্ড কমিটি নিয়ে নেতা-কর্মীদের অসন্তোষ

চট্টগ্রাম নগর বিএনপির ওয়ার্ড কমিটি নিয়ে তৃণমূল পর্যায়ের অনেক নেতা-কর্মীর অসন্তোষ দেখা দিয়েছে। কমিটিতে দলের ‘ত্যাগী’ নেতা-কর্মীদের মূল্যায়ন করা হয়নি বলে অভিযোগ তাঁদের। তাঁরা কমিটি বাতিলের দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভও করেছেন। ঘটেছে পাল্টাপাল্টি হামলার ঘটনাও।

মেয়াদোত্তীর্ণ হওয়ায় গত বছরের ৩ ডিসেম্বর সংবাদ সম্মেলনের মাধ্যমে নগরের সাংগঠনিক ১৫টি থানা ও ৪৩টি ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা করে নগর বিএনপি। পরে সাংগঠনিক ওয়ার্ড আরও পাঁচটি বাড়িয়ে করা হয় ৪৮টি। এরপর গত ৪ জুন নগরের ৩৫টি ওয়ার্ডে আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক ও সদস্যসচিব নিয়ে ৩ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। এর মধ্যে ২৪ জুন ৩১টি ওয়ার্ডে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। প্রতিটি ওয়ার্ডে কমিটি গঠন করা হয়েছে ৩১ সদস্যের।

পূর্ণাঙ্গ কমিটি গঠন হওয়া ৩১টি ওয়ার্ডের মধ্যে অন্তত ২০টিতে কমিটিকে কেন্দ্র করে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। এতে ‘ত্যাগী নেতাদের’ মূল্যায়ন করা হয়নি বলে অভিযোগ তোলেন বিক্ষোভকারী ব্যক্তিরা। কমিটি পুনর্গঠন করা না হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *